শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

শোকসভার মঞ্চেই মারা গেলেন আ.লীগ নেতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের শোকসভায় গিয়ে মারা গেলেন দলের এক নেতা। 

শুক্রবার বিকেল ৫টার সময় অনুষ্ঠানস্থলে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোহাম্মদ হেফাজ (৫২) নামে ওই ব্যক্তি।তিনি উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

দলের নেতারা জানান, বিকেলে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের শোকসভা ছিল। সেখানে বিভিন্ন জায়গা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। বিকেল ৫টার সময় মোহাম্মদ হেফাজ অসুস্থ হয়ে পড়েন। 

তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক হেফাজকে মৃত ঘোষণা করেন।

বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, অনুষ্ঠানস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক হেফাজকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership