INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে শপথ গ্রহণ করলেন  নব-নির্বাচিত ইউপি সদস্যরা

সখীপুরে শপথ গ্রহণ করলেন নব-নির্বাচিত ইউপি সদস্যরা

টাঙ্গাইলের সখীপুরে চারটি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। 

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সভা কক্ষে চারটি ইউনিয়নের ৪৮ জন ইউপি সদস্য এ শপথ বাক্য পাঠ করেন।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো, মুনসুর আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এর আগে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে উপজেলার কালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. জামাল মিয়া, হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান খান রবিন, হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন খান ও বড়চওনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।