INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে পূর্ব শত্রুতার জেরে মহিলাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগে মামলা

সখীপুরে পূর্ব শত্রুতার জেরে মহিলাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগে মামলা

গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার সময় হামলার শিকার হয়েছে সামেলা নামের এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া মাওলানা পাড়া গ্রামে।

জানা যায়, ২০ জুলাই দুপুর বেলা ঘাস কেটে বাড়ি ফিরছিলেন এই বৃদ্ধা। এমন সময় প্রতিবেশী মোসলেম উদ্দিন ও তার ভাই ভাতিজা মিলে এ হামলা চালায় বলে অভিযোগ ওঠেছে। এরপর মহিলাটি জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাস্তার উপর ঘাস দিয়ে ঢেকে রাখা হয়।

প্রতিবেশী শিশু আয়েশার ডাকাডাকিতে বিষয়টি জানাজানি হলে মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রিপোর্ট বলছে ক্লোরোফম ব্যবহার করে তাকে অজ্ঞান করা হয়েছে।

আরো জানা যায়, দুইপক্ষের মধ্যে বিদ্যমান জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এতিমধ্যে সেই জমির উপর ১৪৪ ধারা জারি করে আইন শৃঙ্খলা বাহিনী।

 এ ঘটনায় মোসলেম উদ্দিন (৪৬), আব্দুল আলীম (৫২), ছনি মিয়া (২২), সিয়াম (২৫) ও মাহিত (২০) সহ মোট পাঁচজনকে আসামি করে মামলা করেছে তার স্বামী আব্দুল হাকিম।

এসময় অভিযুক্তদের সঙ্গে কথা বললে তারা অভিযোগটি অস্বীকার করে।

এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।