INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক্টর মালিক রুস্তম আলী (৭০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর চালক আরিফ(৩০) ও সানোয়ার হোসেন(৩৫) নামের দুই ব্যক্তি আহত হয়।  
রবিবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার বিন্নাখাইরা বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী বিন্নাখাইরা বড়বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, ট্রাক্টর চালক চাষের জন্য জমিতে ট্রাক্টর নিয়ে গেলে জমির উপরে বিদ্যুতের তার ঝুলানো দেখতে পায়। পরে রুস্তম আলী ওই তার হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ট্রাক্টর চালক আরিফ ও সানোয়ার হোসেন তাকে বাঁচাতে গেলে তারাও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষনা করেন। 

আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।