INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

কালিহাতীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি 
“সবার আগে সুশাসন-জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৩ জুলাই) সকালে কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক।

আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ, তথ্য সেবা কর্মকর্তা সোনালী রানী ও কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মনজুরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

এসময় আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি.এ আবুল কালাম আজাদ।