INFO Breaking
Live
wb_sunny

Breaking News

বাসাইলে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে একজন নিখোঁজ

বাসাইলে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে একজন নিখোঁজ

টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে পিকনিকের ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে এরশাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হাবলা বিলপাড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এরশাদ ওই উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মুনা মিয়ার ছেলে।

নৌকাটির ইঞ্জিনের দায়িত্বে থাকা ইয়ামিন মিয়া বলেন, ’৩৫ জন লোক নিয়ে বড়ইবাড়ি পিকনিকে যাচ্ছিলাম। 

সকাল ১০টার দিকে ঝিনাই নদীর ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ এরশাদ নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে ডুবে যান। এ সময় পিকনিকের এক যাত্রী তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। 

নদীতে অনেক স্রোত রয়েছে। পরে নদীর ভাঁটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।’

এরশাদের বড় ভাই লিটন মিয়া বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান না চালিয়ে তারা ফিরে গেছেন।’

বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে অনেক স্রোত রয়েছে। শুনেছি ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান না চালিয়ে ফিরে গেছেন।’