সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: উপজেলার নলুয়া বাজারে অভিযান চালিয়ে দু'টি হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম অভিযান চালান।
আদালত সূত্রে জানা যায়, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা ঝুলিয়ে না রাখার অপরাধে হোটেল মালিক ফজলুল হককে ১০হাজার ও সুবল চন্দ্র পালকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া গাভীর দুধের বাজারে অভিযান চালিয়ে বিক্রেতাদের আন্তর্জাতিক মাপে দুধ বিক্রয়ের জন্য সতর্ক বার্তাও দেওয়া হয়।
এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সামিউল বাছির উপস্থিত ছিলেন।
আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা ঝুলিয়ে না রাখায় দুই হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Social Footer