INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে লরি ও পিকআপ ভ্যানের  সংঘর্ষে নিহত ১ আহত ১

টাঙ্গাইলে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১ আহত ১

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাছ বিক্রয় মাটি এলাকায় সওদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ান এন্ড পার্সেল সার্ভিস লরির সাথে পিক আপ ভ্যানের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই, নাজিমুদ্দিনের ছেলে মোঃ রুবেল মিয়া (২৫) নিহত হয়। 

হেলপার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে বাগবের বোকাইনগর থানার গৌরপুর, ময়মনসিংহ জেলায় ওই নিহতের বাড়ি। 
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কেমিক্যাল বহন কারি ভিটামিন ভর্তি ট্যাংলরি সওদাগর এক্সপ্রেস এর পিছনে ধাক্কা দিলে সাথে সাথেই ট্যাংলরি চালক ঘটনাস্থলে নিহত হন। 

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার এস আই সাকিব হাসান, জানান সকাল সাড়ে ছয়টার দিকে টহলহরত অবস্থায় থানার দিকে ফেরার পথে ট্যাংলরি ও কাভার ভ্যানের সংঘর্ষ দেখে ঘটনা থেকে লাশ উদ্ধার করি, আহত হেলপার কে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করি।