Breaking News

সখীপুরে দেবরের লাঠির আঘাতে ভাবীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে দেবর সালাম মিয়ার লাঠির আঘাতে ভাবি জরিনা আক্তার (৪২) খুন হয়েছেন। শনিবার (০১ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

তিনি উপজেলার সুরীরচালা গ্রামের প্রবাসী সাহেব আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না আক্তার বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে দেবর সালাম মিয়ার সঙ্গে ভাবি জরিনা আক্তারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সালাম মিয়ার পাশে থাকা একটি কাঠ দিয়ে জরিনার মাথায় আঘাত করলে তিনি আহত হন। 

পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে মামলার বাদী স্বপ্না আক্তার বলেন, 'ছোট্ট একটি ঘটনায় সবাই মিলে আমার রোজাদার মাকে খুন করেছে। ওরা মাকে বাঁচতে দিল না। আমি মা হত্যা বিচার চাই।'

থানার ওসি রেজাউল করিম বলেন, খুনের ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না আক্তার বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Type and hit Enter to search

Close