Breaking News

টাঙ্গাইলে 'মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'এর উদ্যোগে দুঃস্থদের মাঝে 'ঈদ উপহার' বিতরণ।

"আর্ত মানবতার পাশে আমরা বীরের সন্তান" এই স্লোগানে টাঙ্গাইলের বীরমুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষদের "ঈদ উপহার" বিতরণ করা হয়েছে।

সমাজের অভাবগ্রস্থ ও নিম্নআয়ের অসহায় মানুষের দুরাবস্থার কথা বিবেচনা করে কিছু খাদ্য সামগ্রী নিয়ে পাশে থাকার উদ্যোগ গ্রহণ করে টাঙ্গাইলের বীরমুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট।' 
এরই অংশ হিসেবে ২০ এপ্রিল, বৃহস্পতিবার  টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'এর টাঙ্গাইল জেলা কার্যালয়ে ষাটের অধিক দুঃস্থ পরিবারের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোলাও এর চাল, তেল, দুধ, চিনি, লাচ্ছা সেমাই ও ভার্মিচিলি সেমাই  জাতীয় খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান, জিপি(প্রধান সরকারি আইন কর্মকর্তা) টাঙ্গাইল। 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট' এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াদ সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, জেলা শাখার সহ-সভাপতি মোকাম্মেল হক খান রিচার্ড, 

সোহেল সরোয়ার্দী, মুহাম্মদ শাহীন আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান, খন্দকার সজীব রহমান, অর্থ সম্পাদক শাহ আলম মিঞা লিটু, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আমিনুর রহমান মিলটন, শ্রম বিষয়ক সম্পাদক মামুন মিয়া, টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক মোঃ ইমদাদুল হক ও কাজী নুসরাত ইয়াসমিনসহ টাঙ্গাইল জেলার বীরমুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।

Type and hit Enter to search

Close