রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

সখীপুরে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খান (নয়া মুন্সী'র) মৃত্যু

সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে কাদেরিয়া বাহিনীর গেরিলা যোদ্ধা,সখীপুর বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ খান (নয়া মুন্সী'র) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় পৌরসভার খান মার্কেট এলাকায় নিজ বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। 
আজ শনিবার ( ২৯ এপ্রিল) বাদ জোহর সখীপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম জানাজা পূর্ব সৃতিচারণে এ বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনা,তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, আমরা ৭১-এ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে নিজেদের জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা সার্বভৌত্বের জন্য যুদ্ধ করেছিলাম। তাই
মুক্তিযোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন পূর্ব গার্ড অব অর্নারের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খান (নয়া মুন্সি) ছিলেন একজন বিশ্বস্ত দেশপ্রেমিক। মহান মুক্তি যুদ্ধে যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এর আগে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রকৌশলী ফারজানা আলম লাশের পাশে এসে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করতে চাইলে,বঙ্গবীর কাদের সিদ্দিকী তাকে বিনীত অনুরোধ করে লাশের সামনে থেকে তাকে সরে যেতে বলেন। তিনি বলেন, ইউএনও একজন মহিলা,আর একজন মহিলা দিয়ে এভাবে হাজার হাজার মুসল্লিদের সামনে একজন মৃত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান জানানোটা বেমানান দেখায়,যা ইসলামী শরিয়ত পরিপন্থী। এক পর্যায়ে ইউএনও লাশের পাশে থেকে সরে মাঠের অন্য পাশে গিয়ে দাঁড়ান।এ-সময় বঙ্গবীর শুধু পুলিশকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে অনুরোধ করেন। 
অনুষ্ঠানে অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন,কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান খোকা (বীর প্রতীক), সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক উপজেলা কমান্ডার এমও গনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার (লাল), পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী, বনিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।  

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.