INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৬ লাখ টাকা লুট!

সখীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৬ লাখ টাকা লুট!

টাঙ্গাইলের সখীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে শো-রুমে ভাংচুর সহ নগদ ৬ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

১৮ এপ্রিল (মঙ্গলবার), রাতে উপজেলার প্রতিমা বংকী আল মদিনা ট্রেডিং এন্ড কার ওয়াশে এ ঘটনা ঘটে। 
দোকানের মালিক সোহেল রানা জানান, ঐদিন রাতে গাড়ি বিক্রির ৬ লাখ টাকা নিয়ে দোকানে আসার পর প্রতিবেশী আলী হোসেনের ছেলে জনির নেতৃত্বে ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল আমার শো-রুমে হামলা চালায়। 

এসময় তারা আমার শো-রুমে এলোপাথাড়ি ভাংচুর চালায় এবং আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় তিনি অভিযোগ করেন, আমার শো-রুমের সকল আসবাবপত্র এলোমেলো করে আমার ও আমার পরিবারের সদস্যদের হুমকিধামকি দিয়ে টাকা লুট করে সন্ত্রাসীরা। তিনি আরো জানান নগদ টাকা ও আসবাবপত্র ভাংচুর সহ মোট ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ ব্যাপারে সখীপুর থানার এসআই মতিন মিয়া জানান, ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।