INFO Breaking
Live
wb_sunny

Breaking News

দুস্থ ও অসহায়দের ঈদ উপহার দিল স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল

দুস্থ ও অসহায়দের ঈদ উপহার দিল স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে দুস্ত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কাকড়াজান ইউনিয়নের ভুয়াইদ গ্রামে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার তুলে দেন আ.লীগ নেতা বিল্লাল হোসেন সজীব।
ব্যক্তিগত অর্থায়নে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিল্লাল কাকড়াজান ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি। এ সময় উপজেলা যুবলীগের সদস্য তানবির আহমেদ সবুজ, কাকড়াজান ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলতাফ আলী পীর, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

বিল্লাল হোসেন সজীব বলেন, আমি অসহায় মানুষকে মন থেকে ভালোবাসি। তাই এই আয়োজন। আমি প্রতিবছর সাধ্যমত অসহায়দের মাঝে থাকার চেষ্টা করি। 
 করোনা কালেও আমি পাশে থেকেছি। সামনে আরও বড় পরিসরে যেনো করতে পারি এজন্য সকলের দোয়া ও সকলের সহযোগী কামনা করেন।