রবিবার, ২ এপ্রিল, ২০২৩

কালিহাতীতে ২৭ বছর আগে মাকে হত্যা, মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক ছেলেকে গ্রেফতার

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পারিবারিক কলহে ২৭ বছর আগে মাকে হত্যা করে পালিয়ে বেড়ানো ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার মধ্যরাতে আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়।

রোববার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম।

গ্রেফতারকৃত বাদশা মিয়া (৫৫) কালিহাতী উপজেলার কালোহা এলাকার হাসমত আলীর ছেলে।

কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানান, ১৯৯৬ সালে পারিবারিক কলহের জেরে মা ও বোনের সাথে ঝগড়ার এক পর্যায়ে ধারালো দা দিয়ে মা তমিরন নেছাকে আঘাত করলে ঘটনাস্থলে তিনি নিহত হন ২৭ বছর আগে মাকে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ছেলেকে গ্রেফতার

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership