সুখ
সখীপুরে মাজার পাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শ্রমজীবী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
গড় গোবিন্দপুর মাজার পাড়ে অবস্থিত,,মাজারপার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে,অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।
১১ এপ্রিল সকাল থেকে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল ইসলাম রাজুসহ অন্যান্য সদস্য মিলে এই ঈদ সামগ্রী উপহার (সেমাই, চিনি, দুধ ও সাবান) অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন তারা।
ক্লাবের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম রাজু বলেন,রমজান মাসে ধর্মীয় অনুভূতি থেকেই প্রতি বৎসরই এরকম মহৎই উদ্যোগ আমরা গ্রহণ করি,তাছাড়া আমাদের দেখে যেন আশেপাশের বিত্তবানরা এমন কাজে অনুপ্রাণিত হয়। এজন্য কারু বাহবা পেতে নয় সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের মুখে কিছু টা হাসি ফুটাইতে পারলাম,এতেই আমি এবং আমার ক্লাবের সদস্যরা নিজেদের ধন্য মনে করি।
এছাড়াও এই ক্লাব সব সময় মানবিক কাজে নিয়োজিত থাকে,,অনেক সময় ক্লাবের সবাই মিলে মুমূর্ষু রোগীকে রক্ত দানসহ রাস্তার আশেপাশে থাকা জোপ ঝার পরিষ্কার করে থাকে।
এদিকে মাজার পাড় স্পোর্টিং ক্লাবের এমন মহৎই উদ্যোগকে সাধুবাদ জানান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।