Breaking News

সখীপুরে মুক্তিযুদ্ধ যাদুঘর`র ভিত্তিপ্রস্তর স্থাপন

(সখীপুর) টাঙ্গাইল প্রতিনিধি: মু‌ক্তিযু‌দ্ধের স্মৃ‌তি বিজ‌ড়িত সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হ‌য়ে‌ছে। 

এ উপলক্ষে রোববার বিকেলে উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ যাদুঘর'র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। 

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মু‌ক্তি‌যোদ্ধা এম ও গ‌ণি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শিকদার, সা'দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ হাবীব, প্রধান শিক্ষক তুলা মিয়া প্রমুখ বক্তব্য দেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নের্তৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Type and hit Enter to search

Close