Breaking News

সখীপুরে জঙ্গলে আগুন লাগাতে বৃদ্ধের মৃত্যু 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে আগুন লাগাতে গিয়ে আগুনে পুড়ে ওমর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
২৬ মার্চ রবিবার বিকেলে উপজেলার 
কাকড়াজান ইউনিয়নের বেড়িখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওমর আলী ওই গ্রামের মৃত নয়ন আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধ ওমর আলী রবিবার বিকেলে বাড়ির পাশে সামাজিক বনে ঝড়া পাতায় আগুন লাগাতে যান।একপর্যায়ে আগুনের মাত্রা বেশি হলে তিনি তা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করার সময় মুখ থুবড়ে আগুনের ওপর পড়ে যান। তিনি অসুস্থ শরীরে পড়ে গিয়ে আর ওঠে দাড়াতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল বলেন,ইতিমধ্যে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি,এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি, নিহতের পরিবারবর্গ প্রাথমিক ভাবে ধারণা করছেন ওমর আলী (৬৫) বয়স্ক ও দীর্ঘদিনের অসুস্থ থাকায় জঙ্গলে আগুন লাগাতে গিয়ে পড়ে আর হয়তো ওঠে দাড়াতে না পেরে শরীরে আগুন লেগে মৃত্যু বরণ করে ওমর আলী( ৬৫)।

সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম রিপন এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি।

Type and hit Enter to search

Close