INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মুক্তিযোদ্ধের চারণভূমি মহানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগতমান উন্নয়নের লক্ষে শিক্ষকদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ (সোমবার) বিকেলে সখীপুর উপজেলা শিক্ষা প্রশাসন কর্তৃক মহানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোরাদ হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর হেলেনা পারভীন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ দুলাল হোসেন দুলাল, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম,মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১নং কাকড়াজান ইউনিয়ন ক্লাষ্টারের ৩১টি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সহ  ১৫০-১৬০ জনের মত শিক্ষক, শিক্ষিকাগণ। 
জানা যায়, সখীপুরকে ৫টি ক্লাষ্টারে ভাগ করা হয়েছে। ১নং কাকড়াজান ইউনিয়ন ক্লাষ্টারে রয়েছে ৩১টি প্রাথমিক বিদ্যালয়।
প্রধান অতিথি ইউএনও  প্রকৌশলী ফারজানা আলম বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়ের কোল হতে আপনাদের কাছে দেওয়া হয়। তাদের মেরুদন্ডটিকে মজবুত কাঠামোতে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। আপনারা এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধ পরিকর। আর এ মেরুদন্ডটি যদি নড়বড়ে হয়  তাহলে তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না।
এছাড়াও তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন আলোচনা করে বক্তব্য দেন।