INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে আনন্দ টিভির প্রতিষ্ঠা বাষিকী পালন

টাঙ্গাইলে আনন্দ টিভির প্রতিষ্ঠা বাষিকী পালন

টাঙ্গাইল প্রতিনিধি, সাইদুর রহমান সমীর
টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

শনিবার সকালের কালিহাতী উপজেলা এলেঙ্গা বঙ্গবন্ধু ব্রিজ রিসোর্ট থেকে ৫ম বর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিসোর্টের মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, আনন্দ টেলিভিশন টাঙ্গাইলের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি দাস পবিত্র। এ সময় কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক রহমান ও সাধারণ সম্পাদক মোল্লা মোসফিকুর রহমান মিল্টনসহ বিভিন্ন প্রিন্টসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

অতিথিরা আনন্দ টেলিভিশনের আরো সফলতা কামনা করে। এছাড়াও বস্তুনিষ্ট সংবাদ প্রচারের ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি জানান।