INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে ৪ ডাকাত আটক

টাঙ্গাইলে ৪ ডাকাত আটক

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরী গ্রামে ডাকাত দলের ৪ সদস্য কে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব -১৪ সিপিসি-৩।আজ দুপুরে টাঙ্গাইল র‌্যাব কার্যালয়ে টাঙ্গাইলের সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচা মারা গ্রামের মৃত রহমউদ্দিনের ছেলে শেখ মোঃ সোনা মিয়া,ভাষা মিয়ার ছেলে ঠান্ডু মিয়া, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার হরিপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মোশারফ হোসেন,বাসাইল উপজেলার কাশিল গ্রামের রবিন মিয়ার ছেলে আকাশ মিয়া।

কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কাঠুরী গ্রাম ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া ডিবি পুলিশ পরিচয় দান কারী ডাকাত দলের ৪ সদস্য কে আটক করা হয়েছে। তাদের আটক করার পর জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ ভাবে মহাসড়কে ও বিভিন্ন আন্ত মহাসড়কে ডাকাতী করে থাকে ও তাদের মধ্যে মোশারফ নামের একজন ডিবি পুলিশ পরিচয় দান করে ডাকাতী করতে সহায়তা করে।

তাদের কাছ থেকে ১টি হ্যান্ডকাফ, ১ টি পিস্তল সদৃশ্যবস্তু, ১টি সুইস চাকু,পুলিশের ১টি ভূয়া ভিজিটিং কার্ড,৫টি মোবাইল,১টি হায়েস,১টি টর্চ লাইট সহ নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।