
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাংগাইলের সখীপুরে স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে ২ সন্তানের জননী নুরুন্নাহার (৩২) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। গত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। নুরুন্নাহার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ইন্দ্রাচালা গ্রামের আকাশ মিয়ার স্ত্রী।
নুরুন্নাহারের বড় ভাই বহুরিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ড মেম্বার আফজাল হোসেন জানিয়েছেন, স্বামীর পরকীয়ার সম্পর্ক মেনে নিতে না পেরে গত বৃহস্পতিবার রাত ১০টায় নুরুন্নাহার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে কয়েকটি হাসপাতাল ঘুরে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে ছাড়পত্র নিয়ে বাড়িতে আনা হয়। বাড়িতে পুনরায় তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে নুরুন্নাহারের মনমালিন্য চলছিল।এর আগেও কয়েক বার আত্নহত্যার চেষ্টা করেন। গত এক সপ্তাহ ধরে তাদের সম্পর্কের চরম অবনতি হলে রাতে বিষপান করেন।
সখীপুর থানা উপ পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাংগাইল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।