INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সখীপুরে উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টাংগাইল সখীপুরে সারা দেশে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(১২ মার্চ) সন্ধা ৬টা ৩০ মিনিটে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সখীপুর উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মুক্তার ফোয়ারা চত্বরে এসে সমাবেত হয়।শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের  আহবায়ক এম এ সবুর ,যুগ্মআহবায়ক আলমাস আজাদ,যুগ্মআহবায়ক সজীব আহমেদ ।

এসময় যুবলীগের নেতৃবৃন্দরা বলেন, আগামীতে বঙ্গবন্ধু কন্যা  মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিনিধি টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)  এমপির হাতকে শক্তিশালী করার লক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।যেখানে বিএনপি- জামাত সন্ত্রাস ও নৈরাজ্যের চেষ্টা করবে সেখানেই সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগ তাদেরকে প্রতিহত করবে।

এছাড়াও শান্তি সমাবেশে সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নূরুল ইসলাম নাহিদ,মো: আজমত আলী,হামিদুল ইসলাম,আতিকুর রহমান আতিক,মো: শাহ্ আলম,খন্দকার নজরুল ইসলাম, জাহিদ হাসান, দাড়িয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্ আলম শিকদার,যাদবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক খাইরুল ইসলাম,গজারিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম সজীব,বহুরিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সানোয়ার খান শরীফ,যুগ্মআহবায়ক ইমরান মাহমুদ কাবেল,বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজাদ রানা,কালিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।