বুধবার, ১ মার্চ, ২০২৩

কালিহাতীতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ২০

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: কালিহাতীতে পিকআপ উল্টে তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

বুধবার (১ মার্চ) দুপুর পৌনে একটার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা ফায়ার সার্ভিস ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন লোক পিকআপ যোগে সিরাজগঞ্জের এনায়েতপুর ওরশে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রীজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। নিহতদের বয়স ৪৫ থেকে ৬০ বছর।
নিহত তিনজনের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- জামালপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত সুলতানের স্ত্রী সাহেরা খাতুন (৬০)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও অন্তত ২০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ দুইটি থানা ও একটি হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership