সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ঘোনারচালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানা । প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, সখীপুর উপজেলা
স্বাস্থ্যকমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট শাহীনুর আলম, সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস শাওন, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাহানারা খান, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সমন্বয়কারী মো. লুৎফর রহমান প্রমুখ ।
এসময় সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, প্রধান শিক্ষক তুলা মিয়া, ইয়াছিন আলী, একে ফজলুল হক, মো. আ. কাদের মর্তুজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, তিন শতাধিক শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Social Footer