
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার কালিহাতী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিগণ, সকল সরকারি দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, ইমাম ও পুরোহিতগণের সঙ্গে মতবিনিময় করেছেন।
১৬ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দফতর অধিদফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু প্রমুখ।