বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

কালিহাতীতে বাসের ধাক্কায় মেয়ে নিহত, আহত বাবা

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি:
বঙ্গবন্ধু সেতুর উপর ৪৮ নম্বর পিলারের কাছে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিশা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. রেজাউল করিম আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহত রেজাউল করিম পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর দক্ষিণপাড়া এলাকার মো. মজনুল হকের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাবা-মেয়ে মোটরসাইকেলে টাঙ্গাইল থেকে পাবনায় নিজেদের বাড়ি যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে পৌঁছলে মোটরসাইকেলটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিশা আক্তার নিহত হন। আহত অবস্থায় তার বাবা রেজাউলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত তিশার লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership