বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

সখীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু।

আহমেদ সাজু (সখীপুর)টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা মোল্লা বাড়ির হিয়া মনি(৬) নামের এক শিশু বাড়ির সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হিয়া মনি ঐ এলাকার করিম মোল্লার মেয়ে।

প্রতিবেশী নাজমুল হাসান জানান,বুধবার (১৮জানুয়ারি)বিকেলে বাবার সাথে কালমেঘা চৌরাস্তা বাজারে ঘুরতে বের হয়। ফিরে আসার সময় হিয়ামনিকে সামনে বসিয়ে তার বাবা মোটরসাইকেলে ভূূসির বস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়।

কিন্তু দূর্ভাগ্যবশত বাড়ির ভিতরে প্রবেশ করার সময় দুইপাশের সরুগলিতে মোটরসাইকেল পড়ে গেলে হিয়া মনি নিচে পড়ে বুকে ব্যথা অনুভব করে।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হিয়া মনির অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এমন অবুঝ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
উল্লেখ্য,হিয়া মনি স্থানীয় আদর্শ বিদ্যানিকেতন স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী ছিল।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership