
টাঙ্গাইলের সখীপুরে বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে প্রশিকার সভাকক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রশিকার উপপরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,
প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাংবাদিক আমিনুল ইসলাম ও বিভাগীয় ব্যবস্থাপক মো. রতন মিয়া প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার ১৫০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।