INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে কিশোরদের মাদক থেকে দুরে রাখতে ব্যতিক্রমী খেলাধুলার আয়োজন

সখীপুরে কিশোরদের মাদক থেকে দুরে রাখতে ব্যতিক্রমী খেলাধুলার আয়োজন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা সখীপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন ০৩ নং ওয়ার্ডের টিকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাকড়াজান ইউনিয়ন পরিষদের সাবেক ৪ বারের চেয়ারম্যান প্রয়াত শামসুল হক পান্না স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অনূর্ধ্ব ১২ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইন্দারজানী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আঃ মান্নান এর সভাপতিত্বে খেলায় অংশ নেয় বড়চওনা একাদশ বনাম ইন্দারজানী একাদশ। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন হাজী ইন্নছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজিজ ফকির, সমাজ সেবক সামীম আল মামুন,কবির হোসেন,খান আহমেদ হৃদয় পাশা, হাফিজুর, হেলাল আহমেদ প্রমুখ।

এদিকে একই সময় বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম মাস্টার এর সভাপতিত্বে শ্রীপুর রাজনীতি মোড় প্রিমিয়ার লীগ সিজন ৩ এর উদ্যোগে জমশের নগর ভিএসআই উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশ গ্রহণকারী দল ফ্রেন্ড চ্যালেঞ্জার(মাসুম)বনাম স্যার গোল্ড (শাকিল)।

উক্ত খেলায় যুবলীগ নেতা ও ক্রাইম রিপোর্টার খান আহমেদ হৃদয় পাশার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হারুন অর রশীদ প্রধান অতিথি ও সমাজ সেবক এমদাদুল হক মিলন,তোফাজ্জল হোসেন খেলা উদ্বোধন ঘোষণা করেন।

সমাজের কিশোরদের মাদক থেকে দুরে রাখতে এমন ব্যতিক্রমি উদ্যোগে এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল সাধুবাদ জানান।

এছাড়াও তিনি বলেন, সমাজকে সুস্থ ও মাদক মুক্ত রাখতে খেলোয়াড়দের সার্বিক ভাবে সহযোগিতা ও পাশে থাকবেন তিনি।