INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে বালুর স্তূপে চাপা পড়ে যুবকের মৃত্যু 

টাঙ্গাইলে বালুর স্তূপে চাপা পড়ে যুবকের মৃত্যু 

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর স্তূপে চাপা পড়ে রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার বালুর ঘাটে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছেরাশেদুল উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি মাটিকাটার যন্ত্র ভেকু (এক্সেভেটর) চালকের সহকারী ছিলেন।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, ওই এলাকায় অনেক উঁচু বালুর স্তূপ ছিল। তিনজন সেই বালুর স্তূপে পাইপ খুলতে যান। এ সময় বালুর স্তূপ ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।