শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

অসুস্থদের মাঝে টাঙ্গাইল 'মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'-এর কম্বল বিতরণ

টাঙ্গাইল 'মুক্তিযোদ্ধা সন্তান সংসদ' অসুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে। "বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট"এর মাসব্যাপী 'শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৩' এর অংশ হিসেবে অসুস্থ দুঃস্থ রোগীদের জন্য ২১জানুয়ারি, 

শনিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শীতবস্ত্র কম্বল তুলে দেয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর নেতৃত্বে টাঙ্গাইলের বীরমুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে প্রদানকৃত শীতবস্ত্র কম্বল গ্রহণ করেন ২৫০শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ খন্দকার সাদিকুর রহমান। 

এসময় তিনি বলেন, টাঙ্গাইল 'মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'-এর প্রদানকৃত কম্বল অসুস্থ বীরমুক্তিযোদ্ধা ও দুঃস্থ চিকিৎসা প্রত্যাশীদের অধিকতর সেবা প্রদান কাজে ব্যবহার করা হবে। শীতার্তদের মাঝে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিজস্ব অর্থায়নে মাসব্যাপী 'শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৩' এর অংশ হিসেবে টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান কালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, টাঙ্গাইল জেলা ইউনিট এর সহ-সভাপতি বীরপুত্র ডাঃ একেএম শোয়াইবুর রহমান, বীরপুত্র রিচার্ড বেনু খান, বীরপুত্র সোহেল সোহরাওয়ার্দী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীরপুত্র ডাঃ আমিনুর রহমান মিল্টন প্রমূখ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership