
সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেড় মাস বয়সী শিশু জান্নাতির পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে হতাহতরা সকলেই ফলদা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে এক শিশুসহ মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।