সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে সাবেক ব্যাংক কর্মকর্তা মেসের উদ্দিন মিয়া পুনরায় নির্বাচিত হয়েছেন।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম। এছাড়াও সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক আমির উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আমিন শরীফ, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য দেন।
আজ সোমবার ডা.আনোয়ার হোসেনকে সভাপতি ও মেছের উদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ডায়াবেটিক সমিতির ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সখীপুর প্রতিনিধি
০২.০১.২৩
Social Footer