Breaking News

টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে কাজে যাওয়ার সময় ড্রাম ট্রাকের চাপায় মো. সোহাগ (২৫) নামে বাকপ্রতিবন্ধী এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকল ৯টায় ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছোনোটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সোহাগসহ পাঁচজন ভ্যানে করে কাজে যাচ্ছিল। তারা শিশুপার্কের সামনে পৌঁছলে অন্যদিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। 

এ ছাড়া আহত অপর চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছেঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে

Type and hit Enter to search

Close