INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে ড্রাম বিস্ফোরণের ঘটনায় আহত আল-আমীনের মৃত্যু

সখীপুরে ড্রাম বিস্ফোরণের ঘটনায় আহত আল-আমীনের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে থিনার ভর্তি ড্রাম বিস্ফোরণে ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় আল আমিন(১৮) মৃত্যু হয়েছে। 

গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। নিহত আল আমিন পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম আহত আল আমিনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।

জানতে চাইলে সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এম.এ মামুন এ বিষয়ে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিস্ফোরণের দিন একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হলো। আমরা সকল ব্যবসায়ীদেরই সতর্কতার সাথে কাজ করার পরামর্শ দিচ্ছি।

উল্লেখ্য, গত শনিবার (১৭ ডিসেম্বর)  বিকেলে আহত আতিকুল ও আল আমিন থিনার ভর্তি ওই ড্রামটি খোলার জন্য এতিমখানা রোড এর এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যান। ওয়ার্কশপের কর্মচারী ইয়াকুব রাজু ওই ড্রামটি খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াকুব রাজুর মৃত্যু হয়।   

আহত হয়, আলামিন (১৮) আতিকুল (৪০) ও সবুজ (২৬)। আহতদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো এলাকা প্রকম্পিত হয় এবং আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরিত ড্রামটি নিহত রাজুকে আঘাত করে উড়ে ১০০ গজ দূরে গিয়ে পড়ে।