বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

টাঙ্গাইলে যুবকের সাথে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

টাঙ্গাইলের ঘাটাইলে এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোহেল রানা (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয়রা। 

পরে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।বুধবার (২১ ডিসেম্বর) ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, আটককৃত যুবক সোহেলের সঙ্গে ধর্ষণের শিকার কিশোরীর মোবাইলে পরিচয় হয়। সোমবার রাতে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যান সোহেল। পরে তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে সোহেলকে আটক করে পুলিশে দেয়। 

এ ঘটনায় মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership