INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বীর মুক্তিযোদ্ধা হায়দার মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সখীপুরে বীর মুক্তিযোদ্ধা হায়দার মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বীর মুক্তিযোদ্ধা হায়দার মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল গজারিয়া শান্তিকুঞ্জ স্কুল মাঠে প্রধান অতিথি  হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম এ খেলার উদ্বোধন করেন।   

আবদুল্লাহ মাতাব্বরের সভাপতিত্বে গজারিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।
এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, অধ্যাপক নজরুল ইসলাম খান, যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, কাকড়াজান ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন, কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বিএসসি, গজারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সখীপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন প্রমুখ।

খেলায় সখীপুর ক্রীড়া একাদশকে ৩-১ গোলে হারিয়ে কালিদাস ক্রীড়া একাদশ জয় লাভ করে।


সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
০৩.১২.২০২২