বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

টাঙ্গাইলে 'নিরাপদ সড়ক চাই' এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে ০১ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাফল্য ও গৌরবের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। 

সংগঠনের সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সম্মানিত কাউন্সিলর জেবুন্নেছা জেবু। 

নিরাপদ সড়ক চাই, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন নিরাপদ সড়ক চাই, টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাকির খান, কার্যকরী সদস্য অনিক রহমান বুলবুল। 

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership