Breaking News

সখীপুরে আদানী ভূয়াইদ গ্রামে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আদানী ভূয়াইদ গ্রামের মাজার পাড়ে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ই (নবেম্বর) শনিবার বিকেল ৩ টায় যুবলীগ নেতা খাঁন আহম্মেদ হৃদয় পাশার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রিপন।

এসময়ে সভায় স্থানীয় চেয়ারম্যান জনাব মোঃ দুলাল হোসেন দুলাল,কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডিএম শফিকুল ইসলাম লেবু, ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইনছান আলী মাস্টার,ধলাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ডিএম বজলুর রশিদ মাস্টার,ভূয়াইদ ভাতগড়া সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম শফিকুল ইসলাম শফি,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সোলাইমান খান,কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান সিকদার,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দীন মেজবাহ,২নং ওয়ার্ড ইউপি সদস্য ডিএম রফিকুল ইসলাম রফিক,সামাদ মেম্বার, স্থানীয় মাতব্বর মুজিবুর রহমান,  জমশেরনগর (ভিএসআই)উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডিএম আলাল মাস্টার, যুবলীগ নেতা জাহিদ হাসান, আমিনুল সিকদার, শাহজালাল,লাল মাহমুদ খান শানু বান্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশরাফ মাস্টার, লিটন কারী প্রমুখ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন এবং এলাকার সমস্যার কথা তুলে ধরলে সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম ও কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল বক্তাগণের বক্তব্য শ্রবণ করে তাদের সমস্যা সমাধান করার আশ্বাস প্রদান করেন এবং মাদক,  বাল্যবিবাহ,ইভটিজিং,কিশোর গ্যাং, চুরি, ডাকাতি বন্ধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। উক্ত আইন শৃংখলা মিটিং শেষে স্থানীয় জনতা সখীপুর থানা পুলিশ কে ধব্যবাদ জানান।

এছাড়াও অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

Type and hit Enter to search

Close