
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাসিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (১২ নভেম্বর) শনিবার উপজেলার দাড়িয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসিন ওই গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। সাবেক ইউপি সদস্য মোঃ শাহীন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবার জানায়, সকাল ৮টার সময় বাড়ির উঠানে একাই খেলছিল তাসিন। এক পর্যায়ে তাকে খোঁজে না পেয়ে বাড়ির পাশে একটি ডোবায় অনেক খোজাখুজির পর মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ নাহিদ খান সোহাগ বাচ্চাটি মারা যাওয়ার কথা জানান।