INFO Breaking
Live
wb_sunny

Breaking News

গোপালগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

গোপালগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

গোপালগঞ্জের সদরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ ব্রাজিল সমর্থক আহত হয়েছেন। গত মঙ্গলবার আর্জেন্টিনা ও সৌদি আররের খেলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে জেলার সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হন।

তাদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার এবং অরুন জমাদারের ছেলে আশিক জমাদার ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে