
বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে সৌদি আরব জয়লাভ করায় টাঙ্গাইলের সখীপুরে শিন্নি বিতরণ করা হয়েছে।
বুধবার, ২৩ নভেম্বর, উপজেলার বেলতলী গ্রামে ইউসুফ ভূইয়ার ব্যক্তিগত উদ্যোগে এ শিন্নির আয়োজন করা হয়।
এসময় ইউসুফ ভূইয়া জানান, আমি আগেই বলেছিলাম সৌদি আরব যে কয় গোল করবে তার প্রতি গোলের জন্য ৫ কেজি হারে দুধের শিন্নি এলাকায় বিতরণ করব।
২ গোল দেওয়ায় তাই আজ বিকেলে ১০ কেজি দুধের শিন্নি নিজ হাতে বিতরণ করেছি।
এসময় স্থানীয় এক যুবক জানান, আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব জয়লাভ করায় আমরা অনেক খুশি হয়েছি। এতে আবারো প্রমাণিত হলো আল্লাহ চাইলে যেকোন সময় যেকোন ঘটনা ঘটতে পারে।
এসময় হারুন চৌধুরী নামের স্থানীয় একজন জানান, পবিত্রভূমি সৌদি আরব জয়লাভ করায় এ সপ্তাহেই একটি গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়াবো।