রবিবার, ২০ নভেম্বর, ২০২২

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস থেকে ফেলা হলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক‌টি যাত্রীবাহী বাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি‌র মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, রোববার রাতে একটি বাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ঘাটাইল বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে গেছে এমন সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। 

এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। তবে মরদেহ‌টি শনাক্তের পাশাপাশি বাসটি আটক করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership