
আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাহারতা পৌরএলাকা ২নংওয়ার্ডে রামখা বাজারের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এ জনগুরুত্বপূর্ণ এ সড়কের সংযোগ সাড়াসিয়া বাজার ভায়া টু বড়চওনা মহাসড়কে মিলেছে।
প্রতিনিয়ত রাস্তা দিয়ে হাজার লোকের চলাচল। এ রাস্তায় চলাচল করে উত্তরাঞ্চলের প্রায় কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। এ রাস্তায় নিয়মিত অটোরিকশাচালক বড়বাইদ পাড়ার ইসরাফিল আলম জানান,সখীপুর থেকে রামখা বাজার মাঝখান দিয়ে সরু রাস্তা হয়ে প্রতিনিয়ত বাড়ি যাই।রাস্তার এমন বেহাল অবস্থা দেখে চিন্তিত। এতিহ্যবাহী রামখা পুকুরের পানির তোড়ে কংক্রিট ঢালাই রাস্তার নিচে ফাটল ধরে মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে চলাচলের অনুপোযোগী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।ইতিমধ্যে রাস্তার কয়েক অংশে ফাটল দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, পুকুরের পাশের রাস্তা দ্রুত সময়ে সংস্কার না করলে বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে। এ রাস্তার পূর্ব পাশে গড়ে উঠা বাজারের দোকান - পাট পাড় ভেঙে গেলে ক্ষতিগ্রস্থ হতে পারে।
এবিষয়ে সখীপুর পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান( ২ নংওয়ার্ড) বলেন, আমার ওয়ার্ডের মধ্যে অবস্থিত ভিতর বাজারে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার ব্যাপারে আমি মেয়র মহোদয়কে অবহিত করেছি।আশা করি অতি অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে।