শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ সিং (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের সিংগারুল এলাকায় এ ঘটনা ঘটে। 

সে ওই এলাকার গ্রাম পুলিশ শ্রী বিজেত সিং এর ছেলে।

স্থানীয়রা জানান, গণেশ সিং তার নিজ বাড়ির টিনের চালে ওঠে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে স্পর্শ হয়ে আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানগর ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, 'যেহেতু এটি একটি দুর্ঘটনা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে গেছেন।' 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership