শনিবার, ৮ অক্টোবর, ২০২২

কলরবের পরিচালক সাঈদ আহমদ, নির্বাহী পরিচালক বদরুজ্জামান

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের ২৩-২৪ সেশনের নির্বাহী পরিষদের পরিচালক নির্বাচিত হয়েছেন সাঈদ আহমদ এবং নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ বদরুজ্জামান।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব ভবনে উৎসবমূখর পরিবেশে কলরবের তালিকাভুক্ত সমর্থকরা ভোট দেন। নির্বাহী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মুহাম্মদ বদরুজ্জামান ও আবু রায়হান। ভোট গণনার পর মুহাম্মাদ বদরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে সাঈদ আহমদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক মনোনিত করা হয়।

ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক গাজী আতাউর রহমান এবং রশিদ আহমদ ফেরদৌস।

জানা যায়, পরিচালক ও নির্বাহী পরিচালক দুজনের সমন্বয়ে কলরবের স্থায়ী পরিষদের অনুমোদনসাপেক্ষে আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

এর আগে, নিয়মতান্ত্রিকভাবে কলরবের স্থায়ী পরিষদ গঠন করা হয়। স্থায়ী পরিষদ গঠন বিষয়ে কলরব সূত্রে জানা যায় - কলরবের স্থায়ী পরিষদ কলরবের মূল পরিষদ হিসেবে বিবেচিত হবে। এই পরিষদের যৌথ সিদ্ধান্তের আলোকে কলরব পরিচালিত হবে। স্থায়ী পরিষদের সদস্যরা হলেন - রশিদ আহমদ ফেরদৌস, শাহ্ ইফতেখার তারিক, ইমতিয়াজ মাসরুর, সাঈদ আহমাদ, মুহাম্মাদ বদরুজ্জামান, আবু রায়হান।

উল্লেখ্য, বাংলাদেশের কালজয়ী ইসলামি সংগীতশিল্পী আইনুদ্দিন আল আজাদ ২০০৪ সালে কলরব গঠন করেন। এরপর ধারাবাহিকভাবে কলরব সারাদেশে ছড়িয়ে পড়ে। বহু ইসলামি সংগীত অনুরাগীগণ কলরবের ভক্ত রয়েছেন এখন। আইনুদ্দিন আল আজাদের মৃত্যুর পর অনেক চড়াই উৎরাই পেরিয়ে কলরব এখন সারাদেশে ব্যাপক জনপ্রিয় একটি সংগঠন। এ সংগঠনকে আরও বেগবান করতে কলরবের বর্তমান ফোরাম বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.