জানা যায়, জীবিকার তাগিদে গত রমজানে সৌদি আরবে যান সাব্বির। দেশটির রাজধানী রিয়াদের হায়েল ফোয়াস এলাকায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। সৌদি যাওয়ার পর তার কোম্পানি আকামা (প্রবাসীর সৌদি আরবে বসবাসের বৈধ অনুমতিপত্র) দিয়েছিল।
মাসখানেক ধরে তার হঠাৎ মানসিক সমস্যা দেখা দেওয়ায় কোম্পানি তাকে হুরুব (কোম্পানির কাছ থেকে শ্রমিক ছুটি না নিয়ে/না বলে কোথাও গেলে নিয়োগকর্তা তাকে কাজে অনুপস্থিত বলে রিপোর্ট দেওয়া বা পলাতক ঘোষণা করা) লাগিয়ে দেন। বেশ কিছু দিন আগেও একবার নিজ বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন সাব্বির। পরে বাংলাদেশিদের সহায়তায় তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার এক দিন পর ফের বাসা থেকে বের হয়ে গেলে তিন দিন পর আবারও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় তাকে রিয়াদ আল আজিজিয়া থেকে উদ্ধার করা হয়বর্তমানে তাকে দেশে পাঠানোর প্রস্তুতি চলছিল। এরই মধ্যে গত ৭ অক্টোবর আবারও রুম থেকে বের হয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত (১৪ অক্টোবর) তাকে পাওয়া যায়নি। যদি কোনো প্রবাসী বাংলাদেশি তার খোঁজ পান তাহলে তাৎক্ষণিক নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ :
সাব্বির হোসেনের খালু : ০৫৩৫৬৫১৪৫৮
দেশের নম্বর : ০১৭১০৮২৫২৫৫
Social Footer