বৃহস্পতিবার ( ৬ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল-ভুঞাপুর মহাসড়কের কালিহাতী নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সওদাগর পাড়া গ্রামের গোপাল দাসের ছেলে।
কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন জানান, তাপশ দাস ভূঞাপুর পিশি (ফুফু) বাড়ি থেকে মির্জাপুরে নিজ বাড়িতে মোটরসাইকেল যোগে ফিরছিলেন।
পথিমধ্যে কালিহাতী নগরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাপশ দাস মারা যান।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
Social Footer