INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সখীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও বিকেলে বেসরকারি সংস্থা গুড নেইবারস পৃথকভাবে নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে 
 উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

এদিকে বিকেলে উপজেলার কালিয়ান পাড়ায় বেসরকারি সংস্থা গুড নেইবারসের কার্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিডিপির ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, গজারিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান, সুমি আক্তার প্রমুখ

প্রতিনিধি, সখীপুর টাঙ্গাইল
০৪-১০-২০২২