
রেলগেট বন্ধ থাকলে অনেক মানুষ নিয়ম না মানলেও কুকুরকে নিয়ম মানতে দেখে অবাক হয়েছে সাধারণ মানুষ। আর কুকুরের নিয়ম মানার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকেলে নাটোর শহরের চকবৈদ্যনাথ রেলগেট থেকে ছবিটি তোলা হয়।
নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূরুল ইসলাম নূরু জানান, ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার আগে সোমবার বিকেল ৩টা ৪৭ মিনিটে নিরাপত্তা নিশ্চিতে রেলগেটে বার নামিয়ে দেয়া হয়।
এ সময়যানবাহনের সঙ্গে কুকুরটিও থেমে যায়। ৩টা ৫২ মিনিটে ট্রেন পার হওয়ার পর যানবাহনের সঙ্গে কুকুরটি রেলগেট পার হয়।
নূরুল ইসলাম নূরু বলেন, কুকুরটি কেউ পালন করে না। রেলগেটের পশ্চিম পাশে সার গোডাউনে থাকে। আর রেলগেটের পশ্চিমে একটি খাবার হোটেলের ডাস্টবিনের খাবার খায়।
সোমবারও হোটেলের ডাস্টবিনের খাবার খেয়ে ফেরার পথে রেলগেটের বার নামানো হলে কুকুরটিকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। আর ব্যতিক্রমী এ ঘটনা দেখে ৩টি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।